Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পথ্য, ষ্টেশনারী ও লিলেন ধৌত করন দরপত্র আহবান
বিস্তারিত

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

ই-মেইলঃ rupganj@uhfpo.dghs.gov.bd


স্বারক নং- উপজেস্বাকম/রুপঃ/নাঃগঞ্জ/২০২২/৯৫০                                                                                                                                                                                                                                                              তারিখঃ২২/১২/২০২২ইং

এম.এস. আর. দরপত্র বিজ্ঞপ্তি

২০২২-২০২৩ ইং অর্থ বৎসরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের পথ্য ও খাদ্য সামগ্রী সরবরাহ, ষ্টেশনারী ও বিবিধ মালামাল (পরিষ্কার-পরিচ্ছন্নতা)সামগ্রী সরবরাহ ও লিলেন সামগ্রী ধৌত করনের(আয়রনসহকরন) এর নিম্নোক্ত ঠিকাদার নিয়োগের জন্য পাবলিক প্রকিউরমেন্ট আইওন ২০০৬, পিপিআর ২০০৮ ও ২০০৯ এবং তৎপরবর্তী সংশোধিত বিধিমালা অনুযায়ী নিম্নোক্ত “ছক” মোতাবেক প্রকৃত আর্থিক সচ্ছলতাসম্পন্ন ব্যবসায়ী/সরবরাহকারী প্রতিষ্ঠান/ ঠিকাদারের নিকট হতে গ্রুপভিত্তিক পৃথক পৃথকভাবে সিলগালাযুক্ত খামে দরপত্র আহবান করা যাচ্ছে।


মন্ত্রণালয়/বিভাগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,স্বাস্থ্য সেবা বিভাগ

অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর

এজেন্সি

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর কার্যালয়। রুপগঞ্জ, নারায়ণগঞ্জ ।

ক্রয়/ সংগ্রহকারী সংস্থা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর কার্যালয়। রুপগঞ্জ, নারায়ণগঞ্জ ।

ক্রয়/ সংগ্রহকারী স্বত্বাধিকারী নাম

ডাঃ আইভী ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

সংগ্রহ পদ্ধতি

উন্মুক্ত দরপত্র পদ্ধতি (OTM)

বাজেট ও তহবিলের উৎস

রাজস্ব খাত

দরপত্র আহবানের সূত্র নম্বর ও তারিখ

স্মারক নং-উজেস্বাকম/রুপ/নাঃগঞ্জ/২০২২/৯৫০, তারিখ ২২/১২/২০২২ইং।

আহবানকৃত দরপত্র প্যাকেজের নাম ও বিবিরণ

গ্রুপ (ক)- পথ্য সামগ্রী সরবরাহ (চাল/ডাল,মাছ/মাংস,রুটি/ডিম ইত্যাদি), গ্রুপ(খ)-স্টেশনারী ও বিবিধ মালামাল(পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী)সরবরাহ ও গ্রুপ (গ)-লিলেন সামগ্রী ধৌত করণ(আয়রনকরণসহ)

১০

দরপত্রদাতার যোগ্যতা

দরপত্রের বর্ণিত চাহিদা শর্তাবলী পূরণ করা আবশ্যক এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬, পিপিআর২০০৮ ও ২০০৯ এবং তৎপরবর্তী সংশোধিওত বিধিমালা অনুসরনীয়।

অভিজ্ঞতা সম্পন্ন সরবরাহকারী প্রতিষ্ঠান/ঠিকাদার/সাধারণ ব্যাবসায়ী/প্রস্তুতকারী

১১

দরপত্র শিডিউল বিক্রির স্থান

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর কার্যালয়, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ ।

১২

দরপত্র তফসিল বিক্রিরে শেষ তারিখ ও সময়

দরপ্ত্র বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকায় প্রকাশের পর থেকে (সরকারী ছুটির দিন ব্যাতিত) ০৮/০১/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ২.৩০ মিনিট পর্যন্ত।

১৩

দরপত্র জমার জমার স্থান, তারিখ ও শেষ সময়

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর কার্যালয় সীলগালাযুক্ত দরপত্র বাক্সে ০৯/০১/২০২৩ খ্রিঃ তারিখে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত।

১৪

দরপত্র খোলার তারিখ, সময় ও স্থান

০৯/০১/২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ১.০০ঘটিকায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর অফিস কক্ষে।

১৫

দরপত্র শিডিউলের মূল্য

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর অনুকূলে কোড নং-১-২৭১১-০০০০-২৩৬৬, খাতে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ত্রেজারি চালানের মাধ্যমে পথ্য সামগ্রী সরবরাহ (গ্রুপ-ক) এর জন্য ৭৫০/-(সাত শত পঞ্চাশ) টাকা (অফেরতযোগ্য), স্টেশনারী ও বিবিধ মালামাল (পরিষ্কার-পরিচ্ছন্নতা) সামগ্রী (গ্রুপ-খ) এর জন্য ৭৫০/-(সাত শত পঞ্চাশ) টাকা (অফেরতযোগ্য) এবং লিলেন সামগ্রী ধৌতকরণ আয়রনকরণসহ(গ্রুপ-গ) ৪০০/-(চার শত) টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে সিটিআর করণসহ চালানোর মূল কপি অত্র কার্যালয়ে ক্যাশিয়ারের নিকট জমা দিয়ে শিডিউল ক্রয় করা যাবে।

১৬

দরপত্র জামানতের (বায়না) পরিমাণ

গ্রুপ-ক পথ্য ও খাদ্য সামগ্রী সরবরাহ, ৬০,০০০/-(ষাট হাজার) টাকা, গ্রুপ-খ স্টেশনারী ও বিবিধ মালামাল (পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী) ২০,০০০/-(বীশ হাজার) টাকা এবং গ্রুপ-গ লিলেন সামগ্রী ধৌত করন (আয়রনকরন সহ) ২০,০০০/-(বিশ হাজার) টাকা যে কোন তফসিল্ভুক্ত ব্যাংক উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর অনুকূলে জমা দিয়ে ব্যাংকড্রাফট/পে-অর্ডার (ফেরতযোগ্য) স্ব-স্ব গ্রুপের দরপত্রের সাথে জমা দিতে হবে।

১৭

দরপত্র জামানতের (বায়না) পরিমাণ

২০২২-২০২৩ ইং অর্থ বৎসর পর্যন্ত। তবে পরবর্তী ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত সরবরাহ কার্য চালিয়ে যেতে হবে।

১৮

বিল পরিশোধ সংক্রান্ত নির্দেশনা

স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালি, ঢাকা কর্তৃক বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বিল পরিশোধ করা হবে।বিল হতে সরকারি বিধি মোতাবেক ভ্যাট ও আয়কর কর্তন করা হবে।

১৯

দরপত্র দাতার প্রতি বিশেষ নির্দেশনাবলী

আবেদনের সাথে নিম্নলিখিত তথ্য সমূহ সংযুক্ত করিতে হইবেঃ

ক) ২০২২-২০২৩ইং অর্থ বতসরের হালনাগাদ ট্রেড লাইসেন্স ফটোকপি।

খ) ২০২২-২০২৩ইং অর্থ বছরের আয়কর পরিশোধিত সনদ টিআইএন(নম্বর সহ) পত্রের  ফটোকপি ।

গ) ভ্যাট নিবিন্ধনকরণ প্রত্যয়ন পত্রের কপি ১০(দশ) ডিজিট (যদি থাকে)>

ঘ) দরপত্রদাতের পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি।

ঙ) যেকোন তফসিলকৃত ব্যাংক হতে আর্থিক স্বচ্ছলতার সনদপত্রে কমপক্ষে ১০(দশ) লক্ষ টাকার স্থিতি স্টেটমেন্ট।

চ) সকল প্রকার সনদপত্রের ফটোকপি সমূহ অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবিসহ সিল থাকতে হবে।অন্যাথায় উক্ত ডকুমেন্ট গ্রহনযোগ্য    হবে না।

ছ)দরপত্রের সাথে শিডিউল ক্রয়ের ট্রেজারি চালানের মূলকপি দাখিল করিতে হইবে।অন্যথায় দরপত্র সরাসরি বাতিল বলিয়া গ্ণ্য হইবে।

জ) দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতার দরপত্র এবং সকল আইটেম গ্রহণে বাধ্য নহে।অর্থাৎ দরপত্র মূল্যায়নে কমিটি সকল/আংশিক দরপত্র বাতিল/গ্রহণের ক্ষমতা সংরক্ষন করেন।এমনকি     অত্যাবশকীয় আইটেমের দরের ভিত্তির দরপত্রদাতা নির্বাচিত করিতে পারিবে।বিস্তারিত শর্তাবলী দরপত্র শিডিউলের সাথে সংযুক্ত থাকবে।    

ডাঃ আইভী ফেরদৌস

কোড নং-১২৫৭৮৪

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

ডাউনলোড
প্রকাশের তারিখ
25/12/2022
আর্কাইভ তারিখ
08/01/2023